শিলিগুড়ি,১৩ আগস্টঃ চুরি হয়ে গেল আলু। সেই আলুর খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হলেন ব্যক্তি। ইতিমধ্যেই অভিযোগ পেয়ে আলুর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনা শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া লিউসিপাকরি এলাকার।
স্বাভাবিকভাবেই চমকে উঠবেন যে আলু হারানোর পর কেন ব্যক্তি পুলিশের কাছে গেলেন? জানা গিয়েছে, প্রায় ৮০ হাজার টাকার আলু রাতারাতি চুরি হয়ে গিয়েছে। তবে শুধু আলু নয়, আলু সহ আস্ত একটি গাড়িও চুরি হয়ে গিয়েছে।
সোমবার রাত সাড়ে দশটা নাগাদ হলদিবাড়ি থেকে পিকআপ ভ্যানে করে ৬৫ বস্তা আলু নিয়ে এসে লিউসিপাকরি এলাকায় বাড়ির পাশে পিকআপ ভ্যানটি রেখেছিলেন গাড়ি চালক। মঙ্গলবার সকালে সেই আলুবোঝাই গাড়ি আনলোড করার জন্য আনতে গেলে দেখেন সেই আলুসহ আস্ত গাড়ি চুরি হয়েছে। গাড়ি ও প্রায় ৮০ হাজার টাকার আলু চুরি হয়েছে বলে জানিয়েছেন চালক। এরপরই খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।