আলিপুরদুয়ার,১৪ নভেম্বরঃ ফের লেপার্ডের হামলায় আহত এক চা শ্রমিক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের ভাতখাওয়া চা বাগানে।
এদিন সকালে বাগানের ১১ বি নম্বর সেকশনে আচকমকা এক শ্রমিকের ওপর হামলা চালায় একটি লেপার্ড।এরপর তার আওয়াজে আশপাশের মানুষেরা জড়ো হলে লেপার্ডটি পালিয়ে যায়। পরে আহত শ্রমিককে উদ্ধার করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।