দার্জিলিঙে এসে মুখ্যমন্ত্রী ডার্লিং-চার্মিং নাম দিলেন দুই নবাগতকে

শিলিগুড়ি,১৩ নভেম্বরঃ এখন থেকে নতুন নামে ডাকা হবে দুই তুষার চিতাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  বুধবার দার্জিলিং চিড়িয়াখানায় দুই তুষার চিতা ও চারটি রেড পান্ডার নতুন নামকরণ করলেন।


কিছুদিন আগেই চিড়িয়াখানায় দুই তুষার চিতার জন্ম হয়েছিল। বুধবার সকালে দার্জিলিঙে হাটতে বের হয়েছিলেন মুখ্যমন্ত্রী। হাটতে-হাটতে দার্জিলিং চিড়িয়াখানার সামনে পৌঁছান। সেসময় চিড়িয়াখানার গেটের সামনেই দাড়িয়ে ছিলেন পার্কের ডিরেক্টর। এরপর তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রীকে তুষার চিতা ও রেড পান্ডাগুলির নামকরণের আবেদন জানান।এরপরই মুখ্যমন্ত্রী তুষার চিতা দুটির নাম রাখেন ডার্লিং ও চার্মিং। চারটি রেড পান্ডার নাম রাখেন হিলি, পাহাড়িয়া, ভিকট্রি ও ড্রিম।

এর আগে বেঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল টাইগারেরও নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomOnwincasibom giriş