রেলের মানবিক মুখ।ট্রেনের মধ্যেই প্রসব হওয়া সদ্যোজাত ও মায়ের চিকিৎসা করলো রেল।ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট রেল স্টেশনে।
সূত্রের খবর, অসমের গুয়াহাটি থেকে হামসফর এক্সপ্রেসে করে ব্যাঙ্গালোর যাচ্ছিলেন এক দম্পতি।আজ ভোর সাড়ে তিনটে নাগাদ মালদা রেল স্টেশন পেরিয়ে চলন্ত ট্রেনে এক পুত্র সন্তানের জন্ম দেন ওই মহিলা।এরপর ট্রেনটি রামপুরহাট রেল স্টেশনে পৌঁছালে ওই মহিলা ও তার সদ্যোজাত সন্তানের চিকিৎসা করা হয়।তবে সন্তানের মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রেলের উদ্যোগে তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।