শিলিগুড়ি,২৪ আগস্টঃ শিলিগুড়িতে ছাত্রী মৃত্যুর ঘটনায় আজ একটি মৌন মিছিলের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ।
শিলিগুড়ির হায়দারপাড়া থেকে এদিনের এই মৌন মিছিল বের করা হয়।মুখে কালো কাপড় বেঁধে মিছিলে অংশ নেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা।যদিও মিছিলের কোনোরকম অনুমতি নেই বলে মিছিলটিকে পাকুড়তলা মোড়ে আটকে দেয় পুলিশ।শিলিগুড়ি থানার পুলিশ ও ভক্তিনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছায়।পরবর্তীতে এই মিছিলে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেইসব নেতা-কর্মীদের সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হয়।গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী,র্যাফ ও মহিলা পুলিশ মোতায়েন করা হয় এবং কোনোরকম মিছিল করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের।
মমতার পুলিশ অপরাধীদের অপরাধ করতে সমর্থন করছে মমতার আদেশে
পরিস্কার ফুটে বোঝা যাচ্ছে, যেখানে অপরাধীদের বিরুদ্ধে অপরাধ রূখতে মিছিল বের করা হলে চোরের মা সেই মিছিলকে পুলিশ দ্বারা অবরোধ করা হচ্ছে। ঘৃণার পাত্র পুলিশ তুমি, ঘৃণা করি তোমার আইন বিচার ব্যবস্থাকে, ঘৃণা করি পুলিশ তোমার আইনের শীর্ষ কর্তাকে। মানুষের পেট থেকে জন্ম নিয়ে মানুষিকতা নেই, তুমি রুপে মানুষ কর্মে পরিচয়ে নয়। জয় হিন্দ। ।
এই পুলিশের জন্যই অপরাধীদের চর্বি বেড়ে গেছে
বাকরুদ্ধ আমি পুলিশের ভুমিকায়