শিলিগুড়ি, ১৮ ডিসেম্বরঃ সোশ্যাল মিডিয়ায় বিনিয়োগে টোপের ফাঁদে পড়ে টাকা খোয়ালেন। শিলিগুড়িতে WBFDC-এর এক অবসরপ্রাপ্ত আধিকারিকের প্রতারিত হওয়ার ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ২২ লক্ষ ৫৪ হাজার টাকা আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারণার শিকার ব্যক্তি WBFDC-এর অবসরপ্রাপ্ত অ্যাকাউন্ট অফিসার। তিনি ফেসবুকে একটি বিনিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন দেখেন, যেখানে প্রবীণ নাগরিকদের স্বল্প সময়ে বেশি মুনাফার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ওই বিজ্ঞাপনের মাধ্যমে যোগাযোগ করার পর অভিযুক্তরা নিজেদের আর্থিক উপদেষ্টা পরিচয় দিয়ে তাঁর বিশ্বাস অর্জন করে এবং রেজিস্ট্রেশন করায়।
অভিযোগ অনুযায়ী, প্রথমে অনলাইনের মাধ্যমে ১৫ হাজার টাকা জমা দিতে বলা হয়। এরপর RTGS, UTR এবং চেকের মাধ্যমে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে একের পর এক টাকা জমা করানো হয়। প্রতারকরা নিজেদের বিভিন্ন সংস্থার আধিকারিক বলে পরিচয় দেয়।
প্রতারকদের কথামতো বিভিন্ন অ্যাকাউন্টে মোট ২২ লক্ষ ৫৪ হাজার টাকা স্থানান্তর করেন ওই অবসরপ্রাপ্ত আধিকারিক। পরবর্তীতে মুনাফার টাকা তোলার সময় আরও টাকা দাবি করা হলে তাঁর সন্দেহ হয়। তখনই তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন।
ঘটনাটিকে গুরুত্ব দিয়ে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, ওয়েবসাইট লিঙ্ক এবং আর্থিক লেনদেনের খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে প্রতারণার টাকা উদ্ধারের চেষ্টা করা হবে।
