শিলিগুড়ি,২৬ ডিসেম্বরঃ শীত আসতেই শুরু হয়ে গিয়েছে পিকনিক। এবার শিলিগুড়ির কাছেই নতুন পিকনিক স্পট তৈরি শিলিগুড়িবাসীর জন্য। বন দফতরের উদ্যোগে তৈরি করা হয়েছে পিকনিক স্পট। যেখানে বনের মাঝে হইহুল্লোড় করে পিকনিকে মাততে পারবেন সকলে। শিলিগুড়ি সংলগ্ন বৈকন্ঠপুর জঙ্গলের কাছে ফাঁড়াবাড়ি নেপালে বস্তি সংলগ্ন থাড়ুঘাটি সেতুর কাছে একটি ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট তৈরি করা হয়েছে। সেখানে কাজ প্রায় শেষের দিকে। শীঘ্রই পিকনিক স্পটটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাবগ্রাম রেঞ্জের রেঞ্জ অফিসার শুভ্র শঙ্কর দত্ত।
দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এই পিকনিক স্পটটি। যেকারণে অবশেষে শহরবাসীর কথা ভেবে শীতের মরশুমে এই নতুন স্পটটি খোলার পরিকল্পনা নিয়েছে বন দফতর। তবে পিকনিক স্পটটিতে গেলে সেখানে কিছু বিধি-নিষেধ বেধে দেওয়া হয়েছে বনদপ্তরের তরফে। ব্যবহার করা যাবেনা সাউন্ড বক্স। পরিবেশ বাঁচাতে প্লাস্টিক ও প্লাস্টিক জাতীয় জিনিসও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রেঞ্জার শুভ্র শঙ্কর দত্ত জানান, ইকো ফ্রেন্ডলি পার্কটি মূলত পিকনিক স্পট হিসেবে তৈরি করা হচ্ছে। কাজ প্রায় শেষের দিকে। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে পিকনিক স্পটটি।