জলপাইগুড়ি, ৩০ এপ্রিল: স্ত্রীকে খুন করে দুই নাবালক সন্তানের গলায় দা ঠেকিয়ে ঘরের ভেতরে আটকে রাখলো স্বামী। বুধবার নারকীয় ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ির রায়পুর চা বাগান।
এদিন সকালে চা বাগানের বাসিন্দা অজয় মুন্ডা নিজের স্ত্রী কুসুম মুন্ডাকে নৃশংসভাবে খুন করে দুই নাবালক ছেলে ও মেয়েকে আটকে রাখে। অভিযোগ, গলায় দা ঠেকিয়ে ভয় দেখিয়ে প্রায় চার ঘণ্টা ঘরের ভেতর ছেলে ও মেয়েকে আটকে রাখে অভিযুক্ত।
এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে জলপাইগুড়ির কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘ প্রচেষ্টার পর ঘরের দরজা ভেঙে অভিযুক্ত অজয় মুন্ডাকে গ্রেফতার করে পুলিশ।উদ্ধার করা হয় কুসুম মুন্ডার মৃতদেহ এবং দুই নাবালক সন্তানকেও নিরাপদে মুক্ত করা হয়।
প্রাথমিক তদন্তে অনুমান, পারিবারিক অশান্তির জেরে এই ভয়াবহ ঘটনা ঘটেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।