শিলিগুড়ি,২২ আগস্টঃ জলের সঙ্গে নেশার সামগ্রী মিশিয়ে শিশুকে অপহরণের চেষ্টা।ফাটাপুকুর থেকে উদ্ধার শিশু।ঘটনার তদন্তে নেমেছে এনজেপি থানার পুলিশ।
বুধবার শক্তিগড় মাঠে খেলছিল শক্তিগড়ের বাসিন্দা বলাই সূত্রধরের ছেলে রুদ্র সূত্রধর।বলাই বাবু জানান, খেলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি মারুতি ভ্যান তার ছেলের পাশে এসে দাঁড়ায়। গাড়ির চালক তাকে জল খাওয়ার কথা বলে।জল খাবার পরই অজ্ঞান হয়ে যায় তার ছেলে।এরপর জ্ঞান ফিরলে সে দেখে সে ওই মারুতি ভ্যান এর মধ্যে বসে রয়েছে।এদিকে গাড়ি চালক সেইসময় শৌচকর্ম করতে যাওয়ায় গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে এলাকারই এক বাসিন্দার দ্বারস্থ হয় ছোট্ট রুদ্র।এরপর ওই ব্যক্তি রুদ্রকে নিয়ে ফাটাপুকুর ট্রাফিক গার্ডে যায়।
অন্যদিকে বিষয়টি বুঝতে পেরে মারুতি ভ্যান নিয়ে সেখান থেকে গাঁ ঢাকা দেয় চালক।এরপরই এনজেপি থানার সহযোগিতায় অপহৃত শিশুকে আনা হয় এনজেপি থানায়। এরপরই পরিবারের সদস্যদের হাতে শিশুকে ফিরিয়ে দেয় পুলিশ।এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত শিশুটির বাবা বলাই সূত্রধর।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।