শিলিগুড়ি, ১০ ডিসেম্বরঃ মঙ্গলবার সকালে ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার জেরে বাগডোগরা বিমানবন্দরে ওঠানামা করেনি কোনো বিমান।দুর্ভোগে পড়েছেন বিমান যাত্রীরা।সকাল থেকে যাত্রীদের ভিড়ে নাজেহাল অবস্থা বিমানবন্দরে।
জানা গিয়েছে, এদিন সকালে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকে।বাগডোগরা বিমানবন্দর সূত্রে খবর, এখন পর্যন্ত ১০টি বিমান অবতরণ করেনি বিমানবন্দরে।
কলকাতা, বেঙ্গালুরু, মুম্বাই , হায়দ্রাবাদ ও দিল্লির বিমান আকাশেই রয়েছে।এতেই সমস্যায় পড়েছেন যাত্রীরা।দৃশ্যমানতা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিমান পরিষেবা স্বাভাবিক হবে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।মুম্বাইয়ের একটি বিমান গুয়াহাটিতে পাঠানো হয়েছে বলে খবর রয়েছে।এদিকে সকাল থেকে বিমানবন্দরে আটকে পড়েছেন যাত্রীরা।