শিলিগুড়ি, ২১ মার্চঃ শহীদ ঘনশ্যাম মিশ্রের জীবনী নিয়ে প্রকাশিত হল বই।রবিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে দ্বিতীয়বারের জন্য বইটি প্রকাশিত করা হয়।এর আগে মালদায় বইটি প্রথমবার প্রকাশ করা হয়েছিল।এদিন বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ ঘনশ্যাম মিশ্রের পুত্র তথা শিলিগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র ও তার পরিবারের বর্তমান সদস্যরা।
ব্রিটিশ সময় ও স্বাধীনতার পরবর্তী সময়ে ডুয়ার্সে চা-মজদুর ইউনিয়নগুলির প্রতিষ্ঠাতা ছিলেন ঘনশ্যাম মিশ্র।চা-শ্রমিকদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি।পরবর্তীতে তাকে হত্যা করা হয়।
ঘনশ্যাম মিশ্রের পুত্রবধু মিনতি দত্ত মিশ্র জানান, ঘনশ্যাম মিশ্রের কোনো লেখা পাওয়া যায়নি, তার বন্ধুদের বেশকিছু লেখা অনেক কষ্টে সংগ্রহ করা হয়েছে।সেই তথ্যগুলির সাহায্যে এই বই লেখা হয়েছে।
মিনতি দত্ত মিশ্র, গোপাল রাহা, ডঃ পৌলমী ভাওয়ালের দীর্ঘ প্রচেষ্টায় এই বইটি চূড়ান্ত রূপ পায় বলে জানা গেছে।