শিলিগুড়ি, ২০ ডিসেম্বরঃ শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলির ঘর বন্টন নিয়ে অনিয়মের অভিযোগ উঠলো ওয়ার্ড মাস্টারের বিরুদ্ধে।নাম থাকা সত্ত্বেও মেলেনি ঘর, এমনই অভিযোগ তুললো ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবার।
গতবছর ১৯শে নভেম্বর শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লীতে ভয়াবহ অগ্নিকান্ডে বহু ঘর ক্ষতিগ্রস্ত হয়।সবকিছু হারিয়ে খোলা আকাশের নীচে ছিলেন পরিবারগুলি।এরপর পুরনিগমের তরফে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে ঘর বানিয়ে দেওয়ার কাজ শুরু হয়।
ঘরের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলিগুড়ির সভা থেকে এই বস্তির নতুন নামকরণ করেন।সেই অনুযায়ী বস্তির নাম হয় উত্তরণ।বুধবার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা।এরপরই ক্ষতিগ্রস্তদের ঘর বন্টন নিয়ে অনিয়মের অভিযোগ উঠলো ওয়ার্ড মাস্টারের বিরুদ্ধে।নাম থাকলেও ঘর পাননি বলে অভিযোগ করেছেন কয়েকটি পরিবার।
ক্ষতিগ্রস্থরা জানান, আগুনে ভষ্মীভূত হয়ে সব খোয়া গিয়েছে।পথে বসেছি আমরা।ক্ষতিগ্রস্তদের তালিকায় কিছু মানুষের নাম থাকা সত্ত্বেও তারা ঘর পাননি।
অন্যদিকে বাসিন্দাদের করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় শর্মা। তিনি জানান, পুরনিগম সবকিছু তদারকি করে প্রকৃত মালিককে ঘর দিয়েছে, ঘর বন্টনের ক্ষেত্রে কোন অনিয়ম হয়নি।