শিলিগুড়ি, ২২ মার্চঃ বাড়িতে একা থাকতো বৃদ্ধা মা।দুদিন ধরে বৃদ্ধাকে দেখা যাচ্ছিল না এই খবর পেয়েও একদিন পর বাড়িতে পৌছালো ছেলে।ঘর খুলতেই উদ্ধার হল মায়ের রক্তাক্ত মৃতদেহ।শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ার ঘটনা।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, মৃতার নাম অনিতা ব্রহ্ম।গত দুবছর আগে তাঁর স্বামীর মৃত্যু হয়।এরপর থেকেই বৃদ্ধা হাকিমপাড়ায় বাড়িতে একাই থাকতো।তাঁর ছেলে কাজের সূত্রে দার্জিলিঙে থাকেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দুদিন থেকে বৃদ্ধাকে দেখা যাচ্ছিল না।এরপরই তাঁর ছেলেকে খবর দেওয়া হয়।খবর পেয়েও একদিন বাদে আজ বাড়িতে ফেরে বৃদ্ধার ছেলে সত্যব্রত ব্রহ্ম।এরপর ঘর খুলতেই বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ দেখতে পান।এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই বিষয়ে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজয় ঘটক বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি।বৃদ্ধা বাড়িতে একা থাকতো।পুলিশকে খবর দেওয়া হয়েছে।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
