শিলিগুড়ি, ১৪ জুলাইঃ এবার থেকে ঘর ভাড়া নিতে এবং ভাড়া দিতে হলে মানতে হবে প্রশাসনিক নির্দেশিকা।এমনটাই জানালেন ডিসিপি ইস্ট জয় টুডু।
শিলিগুড়ি সহ এনজেপি থানার অন্তর্গত এলাকার ভাড়াটেদের নিয়ে সজাগ হল পুলিশ প্রশাসন।ফুলবাড়ির বসুন্ধরা আবাসনে বহিরাগত প্রচুর মানুষ আবাসন ভাড়া নিয়ে বসবাস করে থাকেন।তবে এবার থেকে আবাসনে ভাড়া থাকতে গেলে প্রশাসনের নির্দেশিকা মেনেই থাকতে হবে।বুধবার গোটা বিষয়টি খতিয়ে দেখতে বসুন্ধরা আবাসনে পৌঁছান ডিসিপি জয় টুডু।সঙ্গে ছিলেন এনজেপি থানার ওসি সমীর তামাং।
ডিসিপি ইস্ট জয় টুডু জানান,অনলাইন বা সরাসরি ফর্ম ফিলাপের মাধ্যমে ভাড়াটেদের যাবতীয় তথ্য জমা দিতে হবে এনজেপি থানায়,অন্যথা ভাড়াটে বা মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
অন্যদিকে প্রশাসনের উদ্যোগে খুশি স্থানীয় প্রধান নমিতা করাতি।তিনি জানান,সমগ্র ফুলবাড়ি এলাকায় এই নিয়ম চালু করা হোক।