নিঃশুল্ক চিকিৎসা শিবিরের আয়োজন

খড়িবাড়ি,১১ জানুয়ারিঃ তিব্বতিয়ান মেডিক্যাল ক্লিনিক সালুগাড়ির তত্ত্বাবধানে আজ খড়িবাড়ি ব্লকের ভাতগাঁও এ নিঃশুল্ক চিকিৎসা শিবিরের আয়োজন করা হল।শিবিরে নেপাল,বিহার ও বাংলার মানুষেরা চিকিৎসা করাতে যান।


চিকিৎসক পাসাং ডোল্মের বলেন,প্রতি মাসেই একবার করে এই শিবিরের আয়োজন করা হয়ে থাকে।শিবিরে মানুষদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *