শিলিগুড়ি,২৯ জুলাইঃ প্রতিবছরের ন্যায় এবছরও শিলিগুড়ি মেরিনার্স ক্লাবের তরফে শিলিগুড়িতে “মোহনবাগান দিবস” পালন করা হল।
শনিবার শিলিগুড়ির মোহনবাগান এভিনিউকে সবুজ মেরুন বেলুন এবং পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয়। পাশাপাশি মোহনবাগান দিবস উদযাপনে ক্লাবের ইতিহাস এবং ২৯ জুলাই নিয়ে বক্তব্য পেশ করেন শিলিগুড়ি মেরিনার্স ক্লাবের সদস্যরা।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন প্রথমে মোহনবাগান ক্লাবের পতাকা উত্তোলন করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এরপর বেলুন উড়িয়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
রঞ্জন সরকার বলেন, ২৯ শে জুলাই ফুটবলপ্রেমীদের কাছে অন্যতম দিন। শুধু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দিয়ে ভারতবর্ষের ফুটবলের বিকাশ সম্ভব নয়। আজকের দিনে আমাদের স্বপ্ন ভারতবর্ষকে ফুটবল বিশ্বকাপে দেখতে চাওয়া।