শিলিগুড়ি, ১৫ ডিসেম্বর: মন্দিরে চুরির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের নাম রঞ্জন দাস ওরফে ভুলন।পূর্ব চয়ন পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ ডিসেম্বর গভীর রাতে পূর্ব চয়ন পাড়ার একটি শিবমন্দিরে চুরির ঘটনা ঘটে। রাতের অন্ধকারে মন্দিরের চূঁড়া সহ একাধিক সামগ্রী চুরি করে পালিয়ে যায় অভিযুক্ত।চুরি করা সামগ্রী নিজের বাড়িতেই লুকিয়ে রেখেছিল সে।
১৪ ডিসেম্বর বিষয়টি প্রকাশ্যে আসতেই মন্দির কর্তৃপক্ষ আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।গতকাল অভিযান চালিয়ে অভিযুক্ত রঞ্জন দাসকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার বাড়ি থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া সমস্ত সামগ্রী।
সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
