নতুন রুপে সেজে উঠবে কিরনচন্দ্র  শ্মশানঘাট, পরিদর্শনে মেয়র 

শিলিগুড়ি, ৯ জানুয়ারিঃ নতুন রুপে সেজে উঠবে শিলিগুড়ির কিরনচন্দ্র  শ্মশানঘাট।মঙ্গলবার পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। 
বিগতসময় প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বৈদ্যুতিক চুল্লি বিশিষ্ট শ্মশানঘাট তৈরি করেছিলেন।এরফলে মানুষের সমস্যার সমাধান হলেও দেখভালের অভাবে বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে  শ্বশানঘাটটি।নিরাপত্তারক্ষীর অভাবে দিনভর অসাধু মানুষের আনাগোনা চলে।অসাধু কার্যকলাপও হয়।এরফলে নিরাপত্তার অভাবে ভোগেন শ্মশানে আসা মানুষেরা।
এই সমস্ত বিষয় সামনে আসার পরই কিরণচন্দ্র শ্মশানঘাটকে নতুন রুপ দেওয়ার উদ্যোগ গ্রহন করে শিলিগুড়ি পুরনিগম।শ্মশানের দ্বিতীয় চুল্লির পাশাপাশি  সমস্ত পরিকাঠামো নতুন করে তৈরির উদ্যোগ নেওয়া হয়।রাজ্যসভার সাংসদ ও পুরনিগমের অর্থে অত্যাধুনিক নতুন রুপ পেতে চলেছে শ্মশানঘাটটি।
মঙ্গলবার সেই কাজের গতি খতিয়ে দেখতে পৌছান মেয়র।পরিদর্শন শেষে মেয়র জানান, নিরাপত্তার সবচেয়ে বড় খামতি রয়েছে।পুলিশ ক্যাম্প সহ সিসি টিভি ক্যামেরা মুড়িয়ে ফেলা হবে শ্মশানঘাট।খাওয়ার ক্যান্টিন থেকে বসার জায়গা সবটাই হবে বলে জানান মেয়র।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibomcasibom