শিলিগুড়ি,১৭ নভেম্বরঃ শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক।ধৃতের নাম অরুণ বিশ্বকর্মা।নেপালের ঝাপা জেলার বাসিন্দা ধৃত যুবক।যদিও বেশকিছুদিন ধরে শিলিগুড়ির সুকান্তপল্লী এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল যুবক।
গতকাল রাতে গোপন সূত্রের মাধ্যমে প্রধাননগর থানার পুলিশ জানতে পারে যে শিলিগুড়ি জংশন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে এক যুবক।এরপরই সেখানে পৌঁছে অরুণ বিশ্বকর্মাকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে আটক করে পুলিশ।এরপর তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র সহ দুটি তাজা কার্তুজ।গ্রেফতার করা হয় অরুণ বিশ্বকর্মাকে।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
