শিলিগুড়ি,৩০ নভেম্বরঃ অবৈধ নির্মাণ নিয়ে হকার্স কর্ণার ও নিবেদিতা মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসলেন মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও মেয়র পারিষদদের উপস্থিতিতে ব্যবসায়ী সংগঠনগুলিকে নিয়ে আলোচনায় বসেছিলেন মেয়র।
দুদিন আগে হকার্স কর্ণারে দোকানের উপর অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন পুরনিগমের কর্মীরা। আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন ব্যবসায়ীরা। এরপরই বৃহস্পতিবার বৈঠক ডাকা হয়। এদিন প্রায় এক ঘণ্টা ধরে চলে আলোচনা।
এদিন আলোচনাতেও মেয়র ব্যবসায়ীদের জানিয়েছেন খেয়ালখুশি মতো দোকানের উপর নির্মাণ করা যাবেনা। পুরনিগমের কাছে অনুমতি নিতে হবে। হকার্স কর্ণারে কিছু দোকানের উপর কয়েক ফুট উচ্চতার টিনের গুদাম বানানো হয়েছে। সেগুলির উচ্চতা কমানোর কথা বলা হয়েছিলেন। কয়েকদিনের মধ্যে মেয়র ও ডেপুটি মেয়র নিবেদিতা মার্কেট , হকার্স কর্ণার পরিদর্শনে যাবেন। এ দিন পুরনিগমের সঙ্গে আলোচনার পর খুশি ব্যবসায়ীরাও।