ঘন কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে ট্রাক, আহত ১

আলিপুরদুয়ার,২৮ জানুয়ারিঃ ঘন কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে ট্রাক।ঘটনাটি ঘটেছে বারোবিশা সেল টেক্স এলাকায়।


জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে অসম-কলকাতাগামী একটি মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বারোবিশা সেল টেক্স এলাকায় রাস্তার ধারে থাকা চারটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এই ঘটনায় একটি সেলুনের দোকান, একটি মোটর পার্টস এর দোকান ও দুটি গ্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে।যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই।তবে ঘটনায় আহত হয়েছেন ট্রাক চালক।তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom