ফুলবাড়ি ২ মেঃ ফুলবাড়িতে ফের চুরির ঘটনা। নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিল চোর।
বৃহস্পতিবার রাতে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলা এলাকায় একটি বাড়িতে চুরি হয়। ঘটনার সময় পরিবারের সকলেই ঘুমিয়ে ছিলেন। সেই সুযোগে ঘটে এই চুরির ঘটনা । মোবাইল, টাকা ও একটি সোনার কানের দুল নিয়ে চম্পট দেয় চোর। ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসেন এবং থানায় খবর দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।