রাজগঞ্জ, ৮ মার্চ: নারীরা কোনো অংশে কম নয়।নারী দিবসে এই বার্তাই দিতে চান ফুলবাড়ির পশ্চিম ধনতলার হেমলতা রায় ও তার মেয়ে একাদশ শ্রেণীর ছাত্রী শিউলি রায়।সংসার টানতে হাল ধরেছেন মা ও মেয়ে।দু’জনেই চালাচ্ছেন টোটো।কখনো মা আবার কখনো মেয়ে, টোটো চালান শিলিগুড়ির শহরতলীর ফুলবাড়ির রাস্তায়।
শিউলির বাবা লক্ষণ রায় প্রায় এক বছর থেকে অসুস্থ।ফলে উপার্জন বন্ধ হয়ে যায়।অসুস্থ স্বামীর ওষুধপত্র, মেয়ের পড়াশোনার খরচ এবং সংসার হাল ধরতে এক বছর থেকে টোটো চালাচ্ছেন হেমলতা দেবী।মা’কে সঙ্গ দেন মেয়েও।
হেমলতাদেবী বলেন, কিস্তিতে একটি টোটো কিনে মা ও মেয়ে দু’জনেই চালাচ্ছি।মেয়ে সপ্তাহে দুই তিন দিন স্কুলে যায় এবং টিউশন পড়তে যায়।তখন আমি টোটো চালাই।সরকারি বা বেসরকারি কোন সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিলে স্বামীকে চিকিৎসা করিয়ে সুস্থ করতে পারতাম।