শিলিগুড়ি,২৭ এপ্রিলঃ মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি পুরনিগমের ২১ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায়।মৃত মহিলার নাম অন্বেষা বিশ্বাস(৩৫)।দুবছর আগে অন্বেষার বাবা প্রয়াত হন।তারপর কিছুদিন মার সাথে থাকলেও পরবর্তীতে একাই থাকতেন অন্বেষা।তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যরা তার খোঁজ নিতে আসলে ঘর বন্ধ দেখতে পায়।একাধিকবার ডাকাডাকি করা সত্ত্বেও দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের।এরপরই খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে মেঝেতে মহিলার পচাগলা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ।
