রায়গঞ্জ,৪ সেপ্টেম্বরঃ রায়গঞ্জের ভিটিয়ার গ্রামে নাগর নদী থেকে উদ্ধার ঘড়িয়াল।শুক্রবার ঘটনা ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।উদ্ধার হওয়া ঘড়িয়ালটিকে দেখতে উৎসুক গ্রামবাসীদের ভীড় উপচে পড়ে এলাকায়।পরে সেটিকে বনদপ্তরের হাতে তুলে দেন গ্রামের বাসিন্দারাই।
সূত্রের খবর, শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ভিটিয়ার গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া নাগর নদীতে কুমিরের আকৃতির জন্তুকে ভেসে যেতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।এরপর গ্রামের যুবকেরাই সাহস করে দড়ির ফাঁস লাগিয়ে নদী থেকে তুলে আনে জন্তুটিকে।এরপর দেখা যায় সেটি একটি ঘড়িয়াল।
এলাকার বাসিন্দারা জানান, সাধারনত রায়গঞ্জের নাগর, কুলিক নদীতে এদের দেখা পাওয়া যায় না।সম্ভবত বর্ষার জলে মহানন্দা বা তিস্তা নদী থেকে ভেসে এসেছে ঘড়িয়ালটি।