আইওসি’র সামনে দুপক্ষের সংঘর্ষ, ঘটনার প্রতিবাদে মিছিল INTTUC-এর

শিলিগুড়ি,৬ জানুয়ারিঃ এনজেপি’র আইওসি’র সামনে দুপক্ষের মধ্যে সংঘর্ষ।মঙ্গলবারের এই ঘটনার প্রতিবাদে বুধবার মিছিল করল আইএনটিটিইউসি।এনজেপি’র নেতাজি মূর্তির সামনে থেকে এদিনের প্রতিবাদ মিছিলটি শুরু হয় যা আইওসি’র সামনে গিয়ে শেষ হয়।মিছিলে উপস্থিত ছিলেন কয়েকশো শ্রমিক।


প্রসঙ্গত, আইওসি’র থেকে তেল নিয়ে যেসমস্ত ট্যাঙ্কারগুলি বিভিন্ন পেট্রোলপাম্পে যায় তাদের টেন্ডার জমা ঘিরেই গতকাল সন্ধ্যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।অভিযোগ, আইএনটিটিইউসি নেতা প্রসেনজিত রায় ও তার লোকজনের ওপরে একপক্ষ হামলা চালায় এবং তাদেরকে লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়া হয়।তারপরেই দুপক্ষের মধ্যে ব্যপক সংঘর্ষ বাধে।পরে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ আইএনটিটিইউসি নেতা প্রসেনজিত রায় জানান, মঙ্গলবারের ঘটনার প্রতিবাদে তাদের এই মিছিল।ইতিমধ্যেই যারা গতকাল রাতে হামলা চালিয়েছিল তাদের মধ্যে দু-তিনজনকে চিহ্নিত করে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে সংগঠনের তরফ থেকে। এই ঘটনার যদি কোনো সুরাহা না হয় তাহলে পরবর্তীতে অনশন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনের ডাক দেবেন তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *