শিলিগুড়ি, ২৬ জুলাইঃ শিলিগুড়িতে শ্বশুরবাড়ির সামনে গৃহবধূর ধর্ণায় বসার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি।পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠিচার্জ করে পুলিশ।এই ঘটনায় গ্রেফতার ৯ জন।ধৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৪ মহিলা রয়েছে।ঘটনাটি ঘটেছে মাটিগাড়ার অন্তর্গত তুলাকাটা জোতে।
জানা গিয়েছে, বাগডোগরা কলেজে পড়ার সময় রীনা সরকার নামে এক যুবতীর সঙ্গে মাটিগাড়ার তুলাকাঁটা জোতের বাসিন্দা জ্যোর্তিময় সিংহের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।৪ বছর পর দুজনে বিয়ে করে।অভিযোগ, বিয়ের কিছুদিন পরই গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেয় শ্বশুরবাড়ির সদস্যরা।এমনকি স্বামীও তার পাশে নেই।
এরপর নিজের অধিকারের দাবীতে শ্বশুরবাড়ির সামনে ধর্না শুরু করে গৃহবধূ।লাগাতার ৫ দিন ধরে ধর্না চলার পরও সমস্যার সমাধান হয়নি।এরপর গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরা গতকাল জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।পরে রীনা ও তার বাপের বাড়ির সদস্যরা সহ প্রতিবেশীরা শ্বশুরবাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে।
খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়।পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।পাশাপাশি গৃহবধূ রীনা সরকার সহ ৯ জনকে গ্রেফতার করে।
এই বিষয়ে গৃহবধূ রীনা সরকার জানান, পুলিশ আমার সঙ্গে অন্যায় করেছে।গত পাঁচ দিন ধরে যখন আমি ধর্ণায় বসেছিলাম সেইসময় পুলিশ আসেনি।তবে নিজের অধিকারের জন্য লড়াই করতেই পুলিশ আমাকে গ্রেফতার করেছে।
গোটা ঘটনার তদন্তে পুলিশ।