শিলিগুড়ি,৩০ এপ্রিল: পুলিশের তৎপরতায় মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে টোটোতে হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী ফিরে পেলেন ব্যক্তি।
শিলিগুড়ির শিবমন্দির এলাকার বাসিন্দা প্রবীর কুমার দে।ভুলবশত টোটোতে একটি ব্যাগ ফেলে আসেন তিনি।ব্যাগের ভেতরে ল্যাপটপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস ছিল।দিশেহারা হয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই টোটোটিকে শনাক্ত করে পুলিশ।এরপরই শিলিগুড়ির জ্যোতির্ময় কলোনি থেকে হারানো ব্যাগটি উদ্ধার করে পুলিশ।পরে ব্যাগটি প্রবীর বাবুর হাতে তুলে দেয় পুলিশ।পুলিশের ভূমিকায় ভীষণ খুশি তিনি।