জলপাইগুড়ি,২৫ এপ্রিলঃ বানারহাট থানা এলাকায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের। শুক্রবার সাজা ঘোষণা করেন বিশেষ পকসো কোর্টের বিচারক রিন্টু সুর।
সহকারি সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, ২০২৩ সালের বানারহাট থানা এলাকার ঘটনা এটি। ২০২৩ সালের জুলাই মাসে নিজের বাড়িতেই সম্পর্কের এক জ্যাঠামশাই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পকসো ধারায় মামলা দায়ের করে। এই মামলায় মোট ৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সওয়াল-জবাব শুনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্যাতিতাকে লিগাল সার্ভিস অথোরিটির পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।