ভুয়ো সেনা কর্মী সেজে পাকিস্তানে যোগাযোগ! শিলিগুড়িতে গ্রেফতার যুবক

শিলিগুড়ি,১ জানুয়ারি: ছোটবেলা থেকেই সেনায় যোগ দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু সেনা পরীক্ষায় ফেল করেছিল বারবার। শেষে ব্যর্থ হয়ে ভুয়ো সেনা কর্মী সেজেই ঘুরে বেড়াতো যুবক। এমনকি শিলিগুড়িতে বসে বাইরের দেশের বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছিল।


অবশেষে খবর পেয়ে সেনার গোয়েন্দা বিভাগ ও পুলিশের অভিযানে ধরা পড়ল ভাবেশ ঘাটানি নামে ওই যুবক। বুধবার রাতে শিলিগুড়ির মাটিগাড়ার একটি মল থেকে ওই যুবককে ধরা হয়। সেই সময়ও সেনার পোশাক পরেই মলে ঘুরছিল দার্জিলিংয়ের বাসিন্দা ওই যুবক। বৃহস্পতিবার যুবককে শিলিগুড়ি আদালতে তুলে পুলিশ হেফাজতে নিচ্ছে মাটিগাড়া থানার পুলিশ।

সেনা গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক শুধু সেনা পোশকা পরেই ঘুরতেন না, তিনি একটি নকল সেনা পরিচয়পত্রও তৈরি করেছিলেন। তাঁর কাছ থেকে সেনার উর্দি ও ভুয়ো পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সেনায় যোগ দেওয়ার প্রবল ইচ্ছা থেকেই তিনি নিজের জন্য উর্দি ও পরিচয়পত্র বানিয়ে নিজেকে সেনা সদস্য হিসেবে তুলে ধরছিলেন। সেনার গোয়েন্দারা তাঁর ফোন ঘেঁটে একাধিক সন্দেহজনক নম্বর উদ্ধার করেছে, যার মধ্যে দুটি নম্বর পাকিস্তানের বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই যোগাযোগ কতটা গভীর ও এর পিছনে কোনও বড়সড় চক্রান্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সেনা ও পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *