পর্যটনের প্রসারে রেলের উদ্যোগে ঘুম উৎসব এর আয়োজন

শিলিগুড়ি,২০ অক্টোবরঃ পাহাড়ের পর্যটন শিল্পকে চাঙ্গা করতে আগামী ১৩ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত দার্জিলিংয়ে অনুষ্ঠিত হচ্ছে ঘুম ফেস্টিভ্যাল ২০২১। উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে এই উৎসবের আয়োজন করা হয়েছে। 
বুধবার বিকেলে এনজেপিতে রেলের বৈদ্যুতিকরণের দপ্তরে একটি সাংবাদিক বৈঠক করা হয়।উপস্থিত ছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল  ম্যানেজার আনসুল গুপ্তা ও কাটিহার ডিভিশনের ডিআরএম এস কে চৌধুরী। 
সাংবাদিক বৈঠকে এই ঘুম উৎসবের জন্য লোগো দেওয়া গেঞ্জি,থীম সং এবং ফেস্টিভ্যালের একটি প্রমো ভিডিও লঞ্চ করা হয়।লোগো,গান ও ভিডিও এর উদ্বোধন করেন আনসুল গুপ্তা।
পর্যটকদের কাছে ঘুম সহ ঐতিহ্যবাহী টয়ট্রেনকে তুলে ধরতেই এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *