কোচবিহার, ১৭ মার্চঃ রুপশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নাম করে ঘুষ চাওয়ার অভিযোগ কোচবিহার জেলার শীতলকুচি বিডিও অফিসে কর্মরত এক কর্মীর বিরুদ্ধে।
জানা গিয়েছে, মাম্পি বর্মন নামে এক গৃহবধূ বিয়ের আগে রুপশ্রী প্রকল্পের টাকার জন্য আবেদন করেছিলেন।কিন্তু বিয়ের পর টাকা না মেলায় বিডিও অফিসে খোঁজ নিতে যান।অভিযোগ, টাকা না পাওয়ায় কারণ হিসাবে বলা হয় ব্যাংকের আইএফএসসি কোড ভুল রয়েছে।এরপর ১০ হাজার টাকা চান বিডিও অফিসের এক কর্মী।টাকা না দিলে প্রকল্পের টাকা মিলবে না জানান ওই কর্মী এমনটাই অভিযোগ।এরপর ওই গৃহবধূ শীতলকুচি বিডিওকে বিষয়টি জানান।
যদিও এই বিষয়ে শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাস জানান, এমন কিছু তিনি শোনেননি।তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।