শিলিগুড়ি,১৯ ফেব্রুয়ারিঃ রসিদ বই গায়েব। সেই রসিদ বইয়ের মাধ্যমে বিপুল টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর বরোর বেশ কয়েকজনের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাহির হুসেন নামে ১ জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। যদিও ঘটনায় অনেকেই অভিযুক্ত বলে দাবি তৃণমূলের। যেকারণে বরো চেয়ারম্যান স্নিগ্ধা হাজরা সহ অন্যান্যদের পদত্যাগের দাবিতে সরব তৃণমূল কাউন্সিলরেরা। বুধবার শিলিগুড়ি পুরনিগমের কমিশনারের সঙ্গে দেখা করেন তৃণমূলের কাউন্সিলরেরা। তাকে একটি স্মারকলিপিও দেওয়া হয়।
এদিন সংবাদমাধ্যমকে বিরোধী দলনেতা রঞ্জন সরকার জানান, এই দুর্নীতিতে অনেকেই জড়িত রয়েছে। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং তদন্ত শেষ না হওয়া অবধি কাউকেই পদে রাখা যাবেনা। শুধু তাই নয়। বিল্ডিং প্ল্যানিং বিভাগেও দুর্নীতি চলছে। টাকা না দিলে কোনো কাজ হচ্ছেনা। যারা বামফ্রন্ট করছে তাদের পদোন্নতি হচ্ছে। দুর্নীতিতে ভরে গিয়েছে পুরনিগম। মেয়রও অসহিষ্ণু হয়ে রাজনীতি করতে নেমে পড়েছেন।