শিলিগুড়ি,৫ নভেম্বরঃ ২০১৭ সালের ২৫ এপ্রিল শিলিগুড়িতে এসেছিলেন অমিত শাহ। দুপুরের খাবার খেয়েছিলেন আদিবাসী দম্পতি রাজু মাহালি ও গীতা মাহালির বাড়িতে। তারপর সেই দম্পতির বাড়িতে গিয়েছিলেন মন্ত্রী গৌতম দেবও। রাজু ও গীতা মাহালিকে নিয়ে বিস্তর জলঘোলাও হয়। এবার অমিত শাহ রাজ্যে আসতেই রাজ্য সরকারের উদ্যোগে হোমগার্ডের চাকরি পেলেন গীতা মাহালি।
বৃহস্পতিবার নকশালবাড়ি থানায় কাজে যোগ দিলেন গীতা মাহালি। এদিন মাহালি দম্পতির সঙ্গে দেখা করতে পৌঁছান দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার। তাদের বাড়িতেও যান। এদিন রঞ্জন সরকার বলেন, গীতা মাহালির বাড়িতে খাবার খেয়েছিলেন অমিত শাহ। কিন্তু তারপর আর তাদের কোনও খোঁজ রাখেনি বিজেপি। কিন্তু মমতা ব্যানার্জি সকলের খোঁজ রাখেন৷ তাই এই পরিবার অভাবে জেনে তার চাকরির ব্যবস্থা করেছে। রাজ্যের সমস্ত গরীব পরিবারের পাশে মুখ্যমন্ত্রী আছেন।
এদিকে পালটা বিজেপির তরফে আনন্দ বর্মণ বলেন, রাজনীতির জন্যই এই চাকরি দেওয়া হয়েছে। সৌজন্যের জন্য তাদের বাড়িতে খেতে গিয়েছিলেন অমিত শাহ। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেওয়া হয়নি। কিন্তু পরে দেখা যায় রাজু ও গীতা মাহালির হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়।