আলিপুরদুয়ার,১৬ এপ্রিলঃ হাতির হানায় ক্ষতিগ্রস্ত ভুট্টা ও ধান ক্ষেত।মাথায় হাত কৃষকদের।
মঙ্গলবার রাতে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের পশ্চিম মাদারিহাট এলাকায় হানা দেয় একদল হাতি।হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় এলাকার প্রায় চার বিঘা ভুট্টা ও ধান ক্ষেত।ক্ষতিগ্রস্থ কৃষকেরা জানান, গতকাল রাতে জলদাপাড়া জঙ্গল থেকে পনেরো থেকে কুড়িটি হাতির একটি দল ভুট্টা ক্ষেতে হানা দেয়।হানা দিয়ে সাবার করে বিঘার পর বিঘা ভুট্টা ক্ষেত।এরপর ধানের জমিতে গিয়ে ধান নষ্ট করে হাতির দল।
সঠিক সময়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ কৃষকদের। বনকর্মীরা সময়মত আসলে এত ক্ষতি হত না বলে অভিযোগ করেছেন কৃষকেরা।