শিলিগুড়ি, ১৯ ডিসেম্বরঃ আজ শিলিগুড়িতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়ির রানিডাঙায় এসএসবি এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।
আজ বিকেলেই শিলিগুড়িতে পৌঁছাবেন অমিত শাহ। সুকনায় একটি হোটেলে থাকবেন। সেখানে আজ দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত সহ বিজেপি নেতৃত্বরা যাবেন। সেখানে দলীয় নেতৃত্বদের নিয়ে আলোচনায় বসবেন অমিত শাহ।
আগামীকাল রানিডাঙায় এসএসবি এর অনুষ্ঠানে যাবেন অমিত শাহ। অনুষ্ঠান শেষে দিল্লি ফিরে যাবেন তিনি।।