শিলিগুড়ি, ৭ ডিসেম্বরঃ বাড়ির মন্দির থেকে মূর্তি চুরি করে পালালো চোর।ঘটনাটি ঘটেছে প্রধাননগর থানার অন্তর্গত সার্কিট হাউস সংলগ্ন গণেশ ঘোষ কলোনিতে।
গণেশ ঘোষ কলোনির বাসিন্দা শান্তি দাসের বাড়ির মন্দির থেকে লক্ষাধিক টাকার বাবা লোকনাথের রুপোর মূর্তি চুরি করে চম্পট দিয়েছে চোর। জানা গিয়েছে, গতকাল শান্তি দাস ঘুম থেকে উঠে দেখেন মন্দিরের গেট খোলা।ভেতরে ঢুকে দেখতে পান বাবা লোকনাথের রুপোর মূর্তিটি নেই।
চুরি যাওয়া মূর্তিটি বেশ কয়েক বছরের পুরনো এবং প্রায় ১ কেজি ওজনের।খবর পেয়ে প্রধান নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্তে পুলিশ।
