শিলিগুড়ি, ৭ ডিসেম্বরঃ পাটির আড়ালে গাঁজা পাচারের ছক।এক যুবককে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।ধৃতের নাম জরিপ শেখ।মুর্শিদাবাদের বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ গতকাল সন্ধ্যায় জংশন এলাকায় অভিযান চালিয়ে এক সন্দেহভাজন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। যুবকের কাছে থাকা পাটির ব্যাগটিতে তল্লাশি চালায়।সেখান থেকেই উদ্ধার হয় গাঁজা।পাটি কেটে গোপন চেম্বার বানিয়ে গাঁজা পাচারের ছক কষেছিল যুবক।১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।এরপরই গ্রেফতার করা হয় যুবককে।
ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
