শিলিগুড়ি,২৬ ডিসেম্বর: চুরির সামগ্রী সহ দুজনকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।ধৃতরা হল সঞ্জয় রায় ওরফে লাদেন ও রিজু বিশ্বাস।দুজনই শান্তিপাড়ার বাসিন্দা।
জানা গিয়েছে, গত অক্টোবর মাসের ৫ তারিখ ভবেশ মোড় সংলগ্ন একটি জুয়েলারী দোকানে চুরির ঘটনা ঘটে।ঘটনার পর এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।দীর্ঘ প্রায় আড়াই মাস পর অবশেষে মেলে সাফল্য।বুধবার রাতে সেই দোকানের চুরির সামগ্রী সহ শান্তিপাড়া থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ।
সঞ্জয় রায় ওরফে লাদেন অসামাজিক কাজে বার বার উঠে এসেছে এই যুবকের নাম। বিগত সময় একাধিকবার অপরাধমুলক কাজের অপরাধে হাজতবাস হয়েছে।ফের সেই চুরির অভিযোগে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের হাতে গ্রেফতার লাদেন ও তার সঙ্গী রিজু বিশ্বাস।বৃহস্পতিবার দুজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।