রাজগঞ্জ, ১৬ ডিসেম্বরঃ রাজগঞ্জে শুরু হল তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়নের পাঁচালি’ প্রচার যাত্রা। মঙ্গলবার রাজগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বেলাকোবা বটতলা মোড় থেকে এই যাত্রার সূচনা হয়। এদিন যাত্রার সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্জুন মণ্ডল, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, আইএনটিটিইউসির ব্লক সভাপতি শেখ ওমর ফারুক সহ বিভিন্ন অঞ্চলের প্রধান ও জনপ্রতিনিধিরা।
জানা গিয়েছে, আগামীবছরই বিধানসভা নির্বাচন। তার আগেই বিগত ১৫ বছরের রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরতে এই ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। উন্নয়নের তালিকা নিয়ে বিশেষ পাঁচালি তৈরি করা হয়েছে। সেই উন্নয়নকে সামনে রেখে ভোটের ময়দানে নামতে চলেছে শাসকদল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে মানুষের কাছে এই উন্নয়নের পাঁচালি পৌঁছে দেওয়ার ঘোষণা আগেই করা হয়েছিল।
এই বিষয়ে বিধায়ক খগেশ্বর রায় বলেন, “আজ থেকে রাজগঞ্জ বিধানসভা এলাকার ১২টি অঞ্চলে ১৩টি টোটো নিয়ে উন্নয়নের পাঁচালি প্রচার যাত্রা শুরু হল। বিগত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান এই পাঁচালির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর গাওয়া ‘উন্নয়নের পাঁচালি’ বাজিয়ে আগামী এক মাস ধরে এলাকায় এলাকায় প্রচার চালানো হবে। এর পাশাপাশি জনসংযোগ বাড়িয়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
