শিলিগুড়ি, ৭ ডিসেম্বর: শিলিগুড়ির উত্তর একটিয়াশাল এলাকায় সাধু সেজে এসে চুরির চেষ্টা।হাতে নাতে ধরা পড়লো এক যুবক।উত্তম-মধ্যম দিল স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন এলাকায় তিন থেকে চারজন যুবক সাধুর বেশে ঘুরে বেড়াচ্ছিল।বিভিন্ন বাড়িতেও যায় তারা।এক বাড়িতে ঢুকে প্রথমে গৃহবধূর সঙ্গে কথা বলে যুবক।এরপর ভগবানের কথা বলে ভবিষ্যৎবাণী শুনিয়ে মহিলাকে প্রভাবিত করার চেষ্টা করে। এরপর মহিলা তাকে ১০০ টাকা দান করলে সেই যুবক আরও আশীর্বাদের নামে গলার সোনার চেন খুলে দিতে বলে।
মহিলা চেনটি খুলে দেওয়ার পর সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে যুবক।সেইসময় পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে ধরে ফেলে। এরপরই উত্তম-মধ্যম দেওয়া হয়।সেখান থেকে পালিয়ে যায় যুবকের বাকি সঙ্গীরা।
আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
