নকশালবাড়ি, ১৪ জানুয়ারিঃ ফের গবাদি পশু পাচার রুখল এসএসবি।মঙ্গলবার সকালে নকশালবাড়ির মিয়াঁবস্তী এলাকায় টহলদারির সময় নেপাল থেকে ভারতে গরু ও ছাগল পাচার করার সময় এসএসবিকে দেখে গরু ও ছাগল রেখে পালায় পাচারকারীরা।
ঘটনায় ৫টি গরু ও ৪টি ছাগল উদ্ধার করে এসএসবি ৪১ নম্বর ব্যাটেলিয়নের মদনজোত ক্যাম্পের জওয়ানরা।গবাদি পশুদের নকশালবাড়ি থানার হাতে তুলে দেয় এসএসবি।
সীমান্তে পাচার রুখতে বরাবর নজরদারি চালায় এসএসবি জওয়ানরা।এর আগেও চীনা রসুন সহ একাধিক সামগ্রী পাচার রুখেছিল এসএসবি।