শিলিগুড়ি, ২৪ মার্চঃ শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য।
জানা গিয়েছে, বুধবার গভীর রাতে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড়ের কাছে একটি কার্টুনের গোডাউনে আগুন লাগে।এদিন গোডাউন থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা।এরপরই অগ্নিকান্ডের ঘটনা নজরে আসে।প্রথমে স্থানীয়রাই আগুন নেভাতে এগিয়ে আসেন।এরপর খবর দেওয়া হয় দমকল ও আশিঘর ফাঁড়ির পুলিশকে।খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল সূত্রে খবর, শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছেন গোডাউনের মালিক।গোটা ঘটনার তদন্তে পুলিশ।