রাজগঞ্জ, ১৯ জুলাইঃ বেসরকারি গোডাউনের সীমানা প্রাচীর ভেঙে ক্ষতিগ্রস্ত তিনটি বাড়ি।সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গির শিবগঙ্গা পাড়ায়।বৃষ্টির জেরে জলের চাপে ওই প্রাচীর ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, সাহুডাঙ্গি এলাকার শিবগঙ্গা পাড়ায় একটি বেসরকারি গোডাউন রয়েছে।এদিন ভারি বৃষ্টিপাতের ফলে গোডাউনের ভেতরে বৃষ্টির জলের চাপে প্রাচীরের একটা অংশ ভেঙে পড়ে।এরফলে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এলাকার বাসিন্দা সূর্যদেব রায় বলেন, সোমবার সকালে গোডাউনের ভেতরের জলের চাপে তার বাড়ির উপর প্রাচীর ভেঙে পড়ে।এতে ঘরের ক্ষতি ছাড়াও বাসনপত্র জলে ভেসে যায়।তাই গোডাউন কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
ওই প্রাচীর ভেঙে যতীন্দ্র দাস ও প্রদীপ বর্মনের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।তাদের অভিযোগ, প্রাচীর ভেঙ্গে গোডাউনের জলে তার বাড়ি জলমগ্ন হয়ে পড়ে।ঘরের ক্ষতি ছাড়াও চাল-আটা সহ খাদ্য সামগ্রী নষ্ট হয়েছে।তারাও গোডাউন মালিকের কাছে ক্ষতিপূরণের দাবি করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গ্রাম পঞ্চায়েত প্রধান শশীচন্দ্র বর্মন।তিনি বলেন, গোডাউনের ভেতরের জলের চাপে প্রাচীর ভেঙে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।বিষয়টি নিয়ে গোডাউন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।তারা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।