রাজগঞ্জ,২০ এপ্রিলঃ গজলডোবা পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। এই পর্যটন কেন্দ্রকে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হচ্ছে। নৌকাবিহারকে আগেই শিকারার রুপ দেওয়া হয়েছে। এবার আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হল। বৃহস্পতিবার নতুন প্রকল্পের কাজের শুভ সূচনা করলেন জলপাইগুড়ির জেলাশাসক তথা গজলডোবা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মৌমিতা গোদারা বসু। সঙ্গে ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
এদিন জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, যেখানে নৌকাবিহার হয় সেখানকার রাস্তাটি পেভার ব্লক করা হবে। সিঁড়ি, পর্যটকদের বসার জায়গা, পথবাতি সহ সৌন্দর্যায়ন করে তোলা হবে। গজলডোবা উন্নয়ন কর্তৃপক্ষের তহবিল থেকে ৮৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আজ ওই প্রকল্পের কাজ শুরু করা হল।
