ধূপগুড়িতে পৃথক দুটি জায়গা থেকে বিষধর গোখরো উদ্ধার  

ধূপগুড়ি, ১ সেপ্টেম্বরঃ ধূপগুড়িতে ফের  উদ্ধার বিষধর গোখরো সাপ।জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ধূপগুড়ি ৫ নম্বর  ওয়ার্ডের বাসিন্দা রাজেশ বসাকের বাড়িতে খাটের ভেতর থেকে সাপটিকে উদ্ধার করে ধূপগুড়ির পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অর্গানাইজেশন সংগঠনের সদস্যরা।


অন্যদিকে,  মঙ্গলবার দুপুরে ভাওয়াল পাড়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ দাসের রান্না ঘর থেকে উদ্ধার হয় সাড়ে ৫ ফুট লম্বা গোখরো সাপ।ধূপগুড়িতে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্ক রয়েছেন এলাকার মানুষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet giriş