জলপাইগুড়ি, ১২ সেপ্টেম্বরঃ মায়ের দুধ পান করতে গিয়ে গলায় দুধ আটকে মৃত্যু হল সদ্যোজাত শিশুর।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর হাসপাতালের মাদার এন্ড চাইল্ড হাবে।ঘটনায় শোকের ছায়া পরিবারে।
জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানার অন্তর্গত মান্তাদারি এলাকার বাসিন্দা প্রতিমা রায় গত ৬ সেপ্টেম্বর জলপাইগুড়ি মাদার এন্ড চাইল্ড হাবে ভর্তি হয়।৯ সেপ্টেম্বর ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্য দেন প্রতিমা দেবী।শিশুটির সামান্য জন্ডিসে আক্রান্ত হয়েছিল।
এছাড়া সুস্থ ছিল শিশুটি।শুক্রবার রাতে প্রতিমা দেবী তার কন্যা সন্তানকে দুধ পান করাতে গেলে শিশুটির গলায় আটকে যায় মায়ের দুধ।কর্তব্যরত নার্সিং কর্মীরা ছুটে এসে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলেও রাত ১১.৪৫ মিনিট নাগাদ শিশুটির মৃত্যু হয়।শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
প্রতিমা রায়ের পরিবারের সদস্য সঞ্জয় রায় বলেন, শিশুটি সামান্য একটু জন্ডিসে আক্রান্ত ছিল। গতকাল রাতে হাসপাতাল থেকে আমাদের জানান হয় কন্যা সন্তান মায়ের দুধ খেতে গিয়ে গলায় আটকে শিশুটির মৃত্যু হয়েছে।