শিলিগুড়ি, ৩০ অক্টোবরঃ কোটি টাকার প্রতারণার অভিযোগ শিলিগুড়ির একটি গোল্ড ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে।ঘটনায় গ্রেফতার কোম্পানির ম্যানেজার।ধৃতের নাম দেবেন্দু ঘোষ।
উল্লেখ্য, শিলিগুড়ির সেবক রোডের একটি গোল্ড ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগে ওঠে।গ্রাহকদের অভিযোগ, ওই কোম্পানিতে সোনা বন্ধক রেখে লোন তোলেন তারা।সময়ের মধ্যেই তারা টাকা এবং সুদও দিয়ে আসছিলেন।এরপরও গ্রাহকদের কোনো নোটিশ না দিয়েই তাদের সোনা বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, প্রায় ৫০ জনের বেশি গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন।এই বিষয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কয়েকজন গ্রাহক।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রথমে কোম্পানির ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।পরে তাকে গ্রেফতার করা হয়।আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।