শিলিগুড়ি,১৪ সেপ্টেম্বরঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ১৮ টি বিদেশি সোনার বিস্কুট সহ দুজনকে গ্রেফতার করল ডিআরআই ও কাস্টম বিভাগ।ঘটনায় একটি গাড়িও আটক করা হয়েছে।ধৃতদের নাম অঙ্কিত জৈন ও গৌরব জৈন।ধৃত দুজনই মহারাষ্ট্রের বাসিন্দা।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।
কাস্টম সূত্রে খবর, ধৃত দুজন মায়ানমার থেকে এই সোনা নিয়ে মণিপুর হয়ে অসমে পৌছায়।এরপর অসম থেকে সেই সোনা শিলিগুড়ি হয়ে মহারাষ্ট্রের জলগাঁও’এ পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।গোপন সূত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরেই শিলিগুড়ির চম্পাসারি মোড়ে অভিযান চালিয়ে একটি মহারাষ্ট্র নম্বরের গাড়ি আটক করে ডিআরআই ও কাস্টম দপ্তরের আধিকারিকেরা।এরপর গাড়িটিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে সোনার বিস্কুটগুলি উদ্ধার করে কাস্টম দপ্তরের আধিকারিকেরা।ঘটনায় গ্রেফতার করা হয় অঙ্কিত জৈন ও গৌরব জৈনকে।
জানা গিয়েছে, উদ্ধার হওয়া বিদেশি সোনার ওজন প্রায় ৩ কিলো এবং আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬৫ লক্ষ টাকা।
(ফাইল চিত্র)