চাকরির দাবিতে অবস্থান বিক্ষোভ অব্যাহত জমি ক্ষতিগ্রস্তদের

রাজগঞ্জ, ৭ জানুয়ারিঃ চাকরির দাবিতে সোমবার সন্ধ্যা থেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জমি ক্ষতিগ্রস্তরা। গতকাল রাজগঞ্জের গেটবাজারের সেচ দপ্তরের অফিসে তালা মেরে বিক্ষোভ দেখানোর পর সেখানে রাস্তার পাশে সন্ধ্যা থেকে অবস্থানে বসেন জমি ক্ষতিগ্রস্তরা। আজও সেই আন্দোলন অব্যাহত রয়েছে। তারা কারও মৌখিক আশ্বাস মানবেন না, চাকরির লিখিত প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত অবস্থান চলবে বলে কমিটি সূত্রে জানা গিয়েছে।


জলপাইগুড়ি জেলা ল্যান্ডলুজার কমিটির সভাপতি নজরুল রহমান বলেন,  ১৯৮৩ – ৮৪ সালে সেচ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের সময় জমিদাতাদের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তারপর অনেক আবেদন-নিবেদন এবং আন্দোলন করা হয়েছে। নেতা ও প্রশাসনের আধিকারিকরা চাকরির মৌখিক আশ্বাস দিয়েছেন। কিন্তু আজও চাকরি দেওয়া হয়নি। তাই আর মৌখিক আশ্বাস মানা হবে না। চাকরির লিখিত প্রতিশ্রুতি দিলেই আন্দোলন প্রত্যাহার করা হবে। অন্যথায় আন্দোলন চলতে থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *